টাঙ্গাইলের মধুপুরে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় জামালপুর–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে ম্যাটস ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে দলের স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।
চার বছর আগে নির্মিত হলেও এখনও চালু না হওয়া এই প্রতিষ্ঠানের দ্রুত কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ব্যবসায়ী আনোয়ার হোসেন, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু ও মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু।
বক্তারা বলেন, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুরের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই ম্যাটস চালু না করায় এলাকার শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি অবহেলায় পড়ে ভবনগুলো ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং বখাটেদের আড্ডাস্থলে পরিণত হচ্ছে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মধুপুর উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন,
“আল্লাহ যদি আমাকে এমপি হওয়ার সুযোগ দেন, তাহলে মধুপুর ও ধনবাড়িকে শিক্ষা ও শিল্পনগরী হিসেবে গড়ে তুলব। রাস্তা, মসজিদ, মন্দির, গির্জা ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হবে। ম্যাটস চালু হলে শিক্ষার্থীরা চিকিৎসা জ্ঞান অর্জন করে দেশের সেবায় কাজ করবে এবং সাধারণ মানুষও চিকিৎসা সুবিধা পাবে।”
উল্লেখ্য, মধুপুর পৌর শহরের কাইতকাই এলাকায় ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ম্যাটসের ভবনসমূহের নির্মাণ কাজ শেষ হয় ২০২১ সালের এপ্রিল মাসে।
পাঁচ একর জায়গায় গড়ে ওঠা এই প্রকল্পে ছয়টি ভবন রয়েছে — একাডেমিক ভবন, অধ্যক্ষের বাসস্থান, ছাত্র ও ছাত্রী হোস্টেল, শিক্ষক ও চতুর্থ শ্রেণির কর্মচারী কোয়ার্টার।
স্বাস্থ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকার মোহাম্মদপুরের নূরানী কনস্ট্রাকশন এই কাজ সম্পন্ন করে।