টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (৭ জুলাই) দুপুরে আউশনারা এলাকায় তাঁর খামারবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্সসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মাহবুব আনাম স্বপন বলেন, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে মধুপুরে গ্যাস লাইন স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, ক্ষুদ্র শিল্প ও কৃষি খাতের উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘মধুপুরের আনারস দেশের জিআই পণ্য। বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে কৃষকরা ন্যায্য দাম পাবে। গ্যাস লাইন এলে আনারস প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা যাবে, যা কর্মসংস্থান বাড়াবে।’
তিনি আরও বলেন, মধুপুর-ধনবাড়ি অঞ্চলের বিদ্যুৎ, সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকারও রয়েছে তাঁর।
এর আগে সকালে তিনি মহিষমারা ইউনিয়নের ছলিমের বাজার থেকে দিঘলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইটের সলিং রাস্তার উদ্বোধন করেন।