নিজস্ব প্রতিবেদক : মধ্যরাতে নিম্নআয়ের ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এই মানুষগুলোকে একটু উষ্ণতা দিতে তাদের শরীরে কম্বল জড়িয়ে দিলেন তিনি।
এবছর শুরুতেই শীত যেভাবে জেকে বসেছে, তাতে করে সমাজের নিম্নআয়ের মানুষের পক্ষে শীত নিবারণ করা কঠিন হয়ে পরেছে।
সেই সময়ে দুস্থ শীতার্ত নিম্নআয়ের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি আজ রাতে শহরের নতুন বাসস্ট্যান্ড, জেলা সদর রোড, শহীদ স্মৃতি পৌর উদ্যান, নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নি¤œআয়ের ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদল আহবায়ক খন্দ. রাশেদুল আলম, সিনি. যুগ্ম-আহবায়ক জাহিদ হোসেন মালা, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আব্দুল্লাহ হেল কাফি শাহেদ, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ, জেলা যুবদলের সাবেক সিনি. যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান খান টিটন, মনিরুজ্জামান জুয়েল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে কম্বল বিতরণ শুরু করেন সুলতান সালাউদ্দিন টুকু।