সেনাবাহিনী জানিয়েছে, কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাসদর সোমবার (৮ সেপ্টেম্বর) এই তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, ডাকসু নির্বাচনের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং কিছু স্বার্থান্বেষী মহল বাহিনীকে নিয়ে গুজব ছড়াচ্ছে। তারা চায় নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হোক এবং এর মাধ্যমে গণতন্ত্রের পথ সুগম হবে।
এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সেনাবাহিনী শুধুমাত্র নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে কাজ করবে, তবে এ বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী নিয়ে গুজব ছড়ালে সরকার ব্যবস্থা নেবে এবং জনগণও সাড়া দেবে।
সেনাসদর আরও জানিয়েছে, আওয়ামী লীগের ঝটিকা মিছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে।