যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে আসছে শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন। বুধবার (১৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন—“আমরা এই মর্মে একমত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে।”
এর আগে, মেয়র-ইলেক্ট মামদানি নিজেই জানান যে নিউইয়র্কের ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তার টিম হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।











