মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের বাংলাটাউনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৫ মে) স্থানীয় সময় বিকেলে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবদুল আহাদ। তিনি ডেট্রয়েটের ম্যাগডুগাল স্ট্রিট এলাকার বাসিন্দা শফিক আলীর ছেলে। তার দেশের বাড়ি সুনামগঞ্জের বিশ্বনাথ উপজেলার দোহাল পীরেরবাড়ি গ্রামে।
প্রাথমিকভাবে জানা যায়, একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষের পর দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে রূপ নেয় সংঘর্ষে। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আবদুল আহাদ নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে মাসুম আহমেদ গাড়িচাপায় এবং রুমন আহমেদ ছুরিকাঘাতে আহত হন। তারা ডেট্রয়েট হেনরিফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে ঘটনার বিস্তারিত প্রকাশ করেনি।
নিহত আবদুল আহাদের জানাজা সোমবার মাগরিবের পর ডেট্রয়েটের মসজিদে নূরে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কমিউনিটির কয়েক শ মানুষ অংশ নেন। জানাজা পূর্ব বক্তৃতায় মসজিদের ঈমাম হাফেজ আবুবকর সিদ্দিকী ও বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ সাহেদুল হক ভবিষ্যতে এ ধরনের ঘটনায় সালিশ নয়, বরং সরাসরি পুলিশে অভিযোগ জানানোর আহ্বান জানান।