ডেস্ক নিউজ : প্রেমের টানে নোয়াখালীর বেগমগঞ্জে এসে ঘর বাঁধলেন মালয়েশিয়ান তরুণী স্মৃতি আয়েশা বিন রামাসামি (২২)।
তিনি ভালোবেসে বিয়ে করেছেন উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার তরুণ ফরহাদ হোসেনকে (২৬)।
মালয়েশিয়ায় প্রেমের পর নোয়াখালীতে এসে বিয়ের এই খবর ছড়িয়ে পড়ায় নবদম্পতিকে দেখতে বাড়িতে ভিড় করছেন আশপাশের মানুষ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় একই কোম্পানিতে চাকরির সুবাদে ফরহাদের সঙ্গে পরিচয় হয় আয়েশার।
একপর্যায়ে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
চলতি বছর দেশে ফেরেন ফরহাদ।
তবে নিয়মিত যোগাযোগ রাখেন আয়েশা, যার ধারাবাহিকতায় গত ২৪ জুন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আয়েশা।
সেখানে তাঁকে স্বাগত জানান ফরহাদ।
একই দিন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার ফরহাদের বাসায় পৌঁছান তাঁরা।
পরদিন ২৫ জুন অ্যাফিডেভিটের মাধ্যমে ফরহাদ ও আয়েশা বিয়ে করেন।
বর্তমানে তাঁরা হাজীপুর এলাকার বাড়িতেই বসবাস করছেন।
সেখানে নববধূ দেখতে ছুটে আসছেন আশপাশের মানুষ।
ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি ফরহাদের পরিবারও।
ফরহাদ হোসেন বলেন, তিনি মালয়েশিয়ান একটি কোম্পানিতে প্রায় পাঁচ বছর চাকরি করেন।
কর্মক্ষেত্রে তাঁদের দুজনের পরিচয়।
একসময় পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়।
চলতি বছর দেশে ফিরে আসেন।
একপর্যায়ে তাঁরা দুজই বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
সে অনুযায়ী আয়েশা বাংলাদেশে আসেন।
নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন ফরহাদ।
ভাঙা ভাঙা বাংলা বলতে পারেন স্মৃতি আয়েশা বিন রামাসামি।
তিনি বলেন, শ্বশুরবাড়ির লোকজন অতিথিপরায়ণ।
সবার আন্তরিকতা খুব ভালো লাগছে তাঁর।
পরিবারের সবাই তাঁকে আপন করে নিয়েছেন।
বাংলাদেশি খাবার এবং পরিবেশ তার অত্যন্ত ভালো লেগেছে।
এই দেশকেও তিনি ভালোবেসে ফেলেছেন।