মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) নিলাই এলাকার দেশা পালমা অঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এক বিবৃতিতে জানান, অভিযানে ২৬০ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ৪৯ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার ৬ জন, বাংলাদেশের ৭ জন, মিয়ানমারের ১৪ জন, নেপালের ৪ জন, ভারতের ৯ জন, পাকিস্তানের ৫ জন এবং নাইজেরিয়া ও ইয়েমেনের ২ জন করে নাগরিক রয়েছেন।
আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(১)(সি) ও ৬(১)(সি) অনুযায়ী তদন্ত চলছে। তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।