মালয়েশিয়ার বৈদেশিক শ্রমবাজারে নিম্নদক্ষ শ্রমিক প্রেরণকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের জুনের শেষ নাগাদ মালয়েশিয়ায় বৈধ অস্থায়ী কাজের ভিসা (পিএলকেএস) নিয়ে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন। যা দেশটির মোট বৈদেশিক শ্রমশক্তির প্রায় ৩৭ শতাংশ।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি পার্লামেন্টে দেওয়া এক লিখিত তথ্যে জানায়, ২০২২ সালে কোভিড-১৯ মহামারির পর সীমান্ত পুনরায় খোলার সময় ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক দেশটিতে প্রবেশ করেন। এরপর ২০২৩ সালে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার শিথিলতা পরিকল্পনা চালু করলে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যায়।
তবে, এই সময়ে অনেক শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে। সংসদীয় তথ্যে বলা হয়, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশি শ্রমিককে নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠায়। এছাড়া ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগে ২০২২ ও ২০২৩ সালে মোট ৭৯০ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।
এ তথ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পার্লামেন্টে পাশির গুদাংয়ের পাকাতান হারাপান দলের সংসদ সদস্য হাসান করিমের প্রশ্নের জবাবে উপস্থাপন করে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজারে সবচেয়ে বড় অংশীদারিত্ব করছে বাংলাদেশি শ্রমিকরা।