মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। মঙ্গলবার (১৩ মে) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে এক স্মারকলিপি প্রদান করেন দলটির নেতারা।
স্মারকলিপিতে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, আইনি সহায়তা, শ্রমবাজারে সিন্ডিকেট সমস্যা, অতিরিক্ত অর্থ ব্যয়সহ দূতাবাসের সেবার মানোন্নয়নে জরুরি পদক্ষেপের দাবি জানানো হয়।
এ সময় হাইকমিশনার শামীম আহসানের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইন, সদস্য সচিব ড. সোহেল মাসুদ এবং শবনম রহমান।
হাইকমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পলিটিক্যাল মিনিস্টার শাহানারা মনিকা ও কনস্যুলার মো. মোর্শেদ আলম।