মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২১ মে) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।
বিবৃতিতে তিনি বলেন, “সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের সময় দেশকে নানা সিন্ডিকেটে ভাগ করে লুটপাট চালানো হয়েছে। সেই লুটের অর্থ বিদেশে পাচার হয়েছে। এখনো সেই সিন্ডিকেট জাতির ঘাড়ে চাপিয়ে রাখা হলে তা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখার পেছনে প্রবাসীদের বড় ভূমিকা রয়েছে। প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ পরিবার ও দেশের উন্নয়নে ব্যয় করেন। অথচ দীর্ঘদিন ধরে একটি লোভী সিন্ডিকেট প্রবাসীদের নিয়ে তামাশা করে আসছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।