মালয়েশিয়ায় একসঙ্গে চার গাড়ির সংঘর্ষে বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের উত্তর-দক্ষিণ মহাসড়কে চারটি গাড়ির সংঘর্ষে মো. ইউসুফ আলী (৪৪) নামের এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত হয়েছেন ৬ জন।
বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেমবাউ জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শাইক আবদুল কাদের শাইখ মোহাম্মদ। ঘটনাস্থলেই নিহত দুজন হলেন- লরিচালক মো. এসা দাহারিন (৭৩) এবং চালকের পাশে থাকা বাংলাদেশি মো. ইউসুফ আলী (৪৪)। অপর একজন, স্থানীয় নাগরিক টেরেন্স এনিজি ঝি ইয়াং (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যিনি কুয়ালালামপুরের সানওয়ে কলেজের ছাত্র ছিলেন।