বরিশালের বানারীপাড়া পৌরসভার যুবক মহসিন হোসেন মিথুন (৩৩) দুই বছর আগে স্বপ্ন ও আশার সঙ্গে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে একটি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি পেয়ে, গ্রামে স্ত্রী ও বিধবা মাকে সুখী জীবন দিতে চান তিনি। পাকা বাড়ি নির্মাণ ও সন্তানের বাবা হওয়ার ছিল তার আশা।
মিথুন বানারীপাড়া ভূমি অফিসের প্রয়াত কর্মচারী মো. হারেস আকনের জ্যেষ্ঠ ছেলে। ভালো ফুটবল খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন তিনি। সম্প্রতি বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে ফের কর্মস্থল মালয়েশিয়ায় ফিরছিলেন মিথুন।
শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে মালয়েশিয়ার শাহআলমে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিথুন মারা গেছেন। বাড়িতে বেতনের টাকা পাঠানোর পর রাস্তায় পারাপারের সময় প্রথমে একটি প্রাইভেট কার ও পরে একটি বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
মিথুনের মৃত্যুর খবর পেয়ে বানারীপাড়ায় শোকের মাতম চলছে। তার স্ত্রী, মা, ভাই-বোনসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পরিবারের কষ্ট আরও বেড়েছে। এখন স্বজনদের একটাই আকাঙ্ক্ষা—কফিনবন্দি মিথুনের মরদেহ দেশে ফিরানো।