টাঙ্গাইলের মির্জাপুরে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি বাংলা ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি ধ্বংস করা হলেও সংশ্লিষ্ট কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিল না।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ধলেশ্বরী নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




