মির্জাপুরে আ’লীগ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

শনিবার সকালে উপজেলা নির্বাচন অফিসার উম্মে তানিয়ার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহরের আবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মোতালেব মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।

গত শুক্রবার আ’লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র সালমা আক্তার শহীদুর রহমানের বাসায় গেলে তাঁকে মিষ্টি খাইয়ে মানোনয়নপত্র প্রত্যাহরের ঘোষনা দেন।

পরে আজ শনিবার (০৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

উল্লেখ, মির্জাপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র সালমা আক্তার শিমুলসহ ৬ জন আওয়ামী লীগের মনোনয়ন চান।

পরে দল শিমুলকে মনোনয়ন দিলে শহীদুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

শহীদুর রহমান বলেন, দলের প্রতি আস্থা রেখেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে দলের বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ। সম্পাদনা – অলক কুমার