টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীকে হেনস্তা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শিবিরকর্মীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিবুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ ইসলাম, সাধারণ সম্পাদক আজমান আলী ও সাংগঠনিক সম্পাদক লিমন মৃধা। বক্তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।