টাঙ্গাইলের মির্জাপুরে একযোগে ৯টি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখায় মারুফ ইসলামকে সভাপতি এবং আজমান আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব আব্দুল বাতেন স্বাক্ষরিত প্যাডে এই অনুমোদন দেওয়া হয়। সোমবার (২৫ আগস্ট) ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আজমান আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিটি কলেজ শাখার নবগঠিত কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ, বংশাই স্কুল অ্যান্ড কলেজ, রাজাবাড়ি কলেজ, ভাওড়া স্কুল অ্যান্ড কলেজ, নতুন কহেলা কলেজ, ড. আয়শা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজ, গ্রাম বাংলা বিজনেজ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজ ও মির্জাপুর মহিলা কলেজ শাখাতেও নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, ছাত্রদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।