মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। বুধবার বিকেলে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এতে প্রধান অতিথির সহধর্মিণী বেগম সাবেরা সিদ্দিক বিথী ও ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল বক্তৃতা করেন।
প্রতিযোগিতায় এ বছর সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় ফজলুল হক হাউস। আর রানার আপ সোহরাওয়ার্দী হাউস। প্রধান অতিথি শ্রেণি ও পরীক্ষা ভিত্তিক শ্রেষ্ঠ ক্যাডেট ও ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কেবল পদক অর্জনের মাধ্যম নয়, এটি চরিত্র, সহনশীলতা ও নেতৃত্ব গঠনের এক অনন্য শিক্ষা। একজন ক্যাডেট সেই শিক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত করে থাকে। তাদের মাধ্যমেই এ দেশ সুন্দরভাবে গড়ে উঠবে।’ উল্লেখ গত রোববার শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।










