মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপ-নির্বাচনে প্রয়াত মেয়র সুমনের স্ত্রী সালমা আক্তার শিমুকে দলীয় প্রার্থী করেছে উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মীর এনায়েত হোসেন মন্টুর কার্যালয়ে দলীয় প্রার্থীদের নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানান, উপ-নির্বাচনে অংশ নিতে দলীয় নেতারা প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রয়াত মেয়রের প্রতি শ্রদ্ধার পাশাপাশি নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে প্রার্থীদের নিয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি জানান, মির্জাপুর পৌরসভার আ’লীগের প্রার্থী হিসেবে প্রয়াত মেয়র শাহাদৎ হোসেন সুমনের স্ত্রী সালমা আক্তার শিমুকে মনোনীত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহসভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি ফরহাদ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবুল হোসেন ও যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন প্রমুখ।
সালমা আক্তার শিমু বলেন, আমি দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞ।
আমি প্রয়াত মেয়রের অসমাপ্ত কাজ যেন শেষ করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই।
উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ারি মেয়র সুমন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাঁর মৃত্যুর পর ১ মার্চ স্থানীয় সরকার বিভাগ মেয়র পদটি শূন্য ঘোষণা করে।
আগামী ১০ অক্টোবর শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।