রাজধানীর কুড়িল এলাকায় ট্রাকচাপায় ফিতাজ আলী মল্লিক নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুড়িল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রগতি সরণির কুড়িল এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যান এক ব্যক্তি।
এ সময় পিছনে থাকা ট্রাক চালক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মোটরসাইকেল আরোহীকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত মোটরসাইকেল আরোহী ফিতাজ আলী মল্লিক, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় ভাটারা থানা পুলিশ।