রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সোমবার (১১ আগস্ট) রাতে যৌথবাহিনীর অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলা এই অভিযানে সেনাবাহিনী নেতৃত্ব দেয়।
অভিযানে অন্যতম মাদক কারবারি নাসিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৮টি চাপাতি, ৪টি মদের বোতল, ৬৮টি হেলমেট এবং মাদকদ্রব্য। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়ে আটক করা হয় বলে জানা গেছে।
এর আগে সকালে একই এলাকায় মাদক বেচাকেনা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হন।











