আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন ও সংগ্রামে সহযোগী থাকা সমমনা রাজনৈতিক দলগুলোর জন্য ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে। এছাড়া একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় কিছু আসনে প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, বাগেরহাট জেলার তিনটি আসনে কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি বিএনপি। জেলা তিনটির প্রার্থীর ঘর খালি রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৪০টি আসন জোটসঙ্গীদের দেওয়া হতে পারে, বাকি ২৩ আসনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দলটির কেন্দ্রীয় কমিটি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা পরবর্তীতে ঘোষণা করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এ সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন নির্বাচনে জোটগত ঐক্য আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে।
			
    	
		    
                                
                                





							



