রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যাত্রীবাহী বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের রাঙামাটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পাহাড়িকা যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাওয়ার পথে কাউখালী উপজেলার কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। বাসে ২০-২৫ জন যাত্রী ছিল।
আহত যাত্রীরা জানায়, চট্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ বাসটি উল্টে পাহাড়ের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় বাসের ভেতর থাকা প্রায় সব যাত্রী আহত হয়। এর মধ্যে এক যাত্রী বাসের ভেতর আটকা পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহত সুজন চৌধুরী জানায়, চট্টগ্রাম যাওয়ার জন্য রাঙামাটির বনরূপা থেকে ১ টা ২০ মিনিটের দিকে বাসটি যাত্রা শুরু করে। ২০ মিনিট চলার পর হঠাৎ বাসটি চোখের পলকে উল্টে যায়। কিছুই বুঝে উঠতে পারিনি। বাসে থাকা সব যাত্রী কম বেশি আহত হয়েছেন। তিনি আরো বলেন, আমার বন্ধু জুয়েল দাশ বাসের ভেতর আটকা পড়ে।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে বাসের ভেতর থেকে উদ্ধার করে। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান দাশ জানান, পুলিশ খবর পেয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে কাজ শুরু করে।