আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে সর্বোচ্চ প্রস্তুত— এমন আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনও সুযোগ নেই। কমিশন এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।”
সোমবার (৫ মে) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। সব সিদ্ধান্ত কমিশনের সদস্যদের সম্মিলিত মতের ভিত্তিতেই নেওয়া হচ্ছে, এককভাবে নয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে সিইসি জানান, “শপথ গ্রহণ নির্বাচন কমিশনের এখতিয়ার নয়, এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। সভায় ময়মনসিংহ বিভাগের ছয় জেলার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।