ডেস্ক নিউজ : বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি আবদুল্লাহ আল মামুন বলেন, আশরাফি এলাকায় মেহেদি হাসান ও মিজানুর রহমান নিহত হয়েছেন। এছাড়া আট শ্রমিক রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে ৪৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বিস্ফোরণে আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গির আল মোসতাহিদুর রহমান বলেন, নৌবাহিনীর দুজনের অবস্থা কিছুটা খারাপ ছিল। আমেরিকান হাসপাতালে ভর্তি করার পরে একজনের পরিস্থিতি উন্নতি হলে তাকে ছেড়ে দেওয়া হয়। অপর জনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। এটি বৈরুত বন্দরে নোঙর করা ছিল।
ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছেনা জানিয়ে তিনি বলেন, নৌবাহিনীর ১১০ সদস্যের বাকি ৮১ জন সবাই জাহাজে আছেন এবং ভালো আছেন।
এখানে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। সে কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে।
বিস্ফোরণের পরপরই বাংলাদেশ দূতাবাসের একটি দল বন্দরে ছুটে যায় এবং বুধবার সকাল পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। সূত্র – আমাদের সময় ডটকম। সম্পাদনা – অলক কুমার