শাকিব খান চুক্তিবদ্ধ নতুন সিনেমাটি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে— এটি নাকি ৯০ দশকের আলোচিত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিয়েছেন ছবির প্রযোজক শিরিন সুলতানা এবং পরিচালক আবু হায়াত মাহমুদ।
পরিচালক ও প্রযোজকের বিবৃতি: এক লিখিত বিবৃতিতে তারা জানান, “আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনের ওপর ভিত্তি করে নয়। এটি ৯০ দশকের ঢাকা শহরকে কেন্দ্র করে একটি কল্পনাভিত্তিক গল্প, যেখানে থাকবে ক্রাইম, রোমান্স, অ্যাকশন, ইমোশন এবং পারিবারিক ড্রামার সংমিশ্রণ।”
তারা আরও জানান, “ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি। আগামী আগস্টে সিনেমার নাম ও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।”
গুজবের প্রতিক্রিয়ায় নির্মাতারা বলেন: সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য বিভ্রান্তিকর। আমরা অনুরোধ করছি, আমাদের অফিসিয়াল বিবৃতি ছাড়া অন্য কোনো গুজবে বিশ্বাস না করতে।”
প্রি-প্রোডাকশনে ব্যস্ততা: পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, “পুরোদমে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। দেশ-বিদেশের একাধিক টিম এই প্রজেক্টে কাজ করছে যাতে এটি একটি আন্তর্জাতিক মানের প্রডাকশন হয়ে উঠে।”
শাকিব খানের বিপরীতে কারা থাকছেন? শাকিব খান ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হলেও তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও প্রকাশ করা হয়নি। নির্মাতারা জানিয়েছেন, নভেম্বরে শুটিং শুরু হবে এবং তার আগেই সহ-অভিনেতাদের নাম জানানো হবে।
চিত্রনাট্য ও গল্প: সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। চিত্রনাট্য যৌথভাবে তৈরি করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।