খবর বাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এই তথ্য নিশ্চিত করেছেন।
এফর্মাল চার্জ উপস্থাপন পরবর্তী সময়ে বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এর কাছে উপস্থাপন করা হবে।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পূর্বে জানিয়েছেন, জুলাই ও আগস্ট মাসে নারায়ণগঞ্জে সংঘটিত গণহত্যার ঘটনায় শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। তারা ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ড, তাণ্ডব ও সহিংসতায় সরাসরি অংশ নিয়েছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার মাধ্যমে নির্যাতিতদের প্রতি ন্যায়ের প্রক্রিয়া নিশ্চিত করতে কাজ করছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











