বুধবার (২৪ সেপ্টেম্বর) দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে বেগবান ও গতিশীল করতে দুদক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর মধ্যে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এ তথ্য জানান।
সমঝোতা স্মারকে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সই করেন।
কর্তৃপক্ষ জানায়, এই চুক্তির আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, পদ্ধতিগত উৎকর্ষ, নৈতিকতার উন্নয়ন এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি যৌথভাবে গবেষণা, প্রশিক্ষণ ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করবে।