সখীপুর প্রতিনিধি : গত ১৭ ডিসেম্বর খবরবাংলা২৪.কম নিউজ পোর্টালে “বন উজার ও লাল মাটির টিলা কাটার মহোৎসব চলছে সখীপুরে” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এরপর সংবাদটি আরো কয়েকটি অনলাইন ও পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের ২৬ দিন পর বিষয়টিতে গুরুত্ব দেয় সখীপুর উপজেলা প্রশাসন।
পরে শনিবার (৮ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ভেকু মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে সখীপুরের সহকারী কমিশনার (ভূমি)।
দন্ডপ্রাপ্ত ভেকু মালিক মো. শহিদুল ইসলাম উপজেলার কচুয়া গ্রামের আব্দুল হকের ছেলে।
লিংকে ক্লিক করে সংবাদটি পড়ুন : বন উজার ও লাল মাটির টিলা কাটার মহোৎসব চলছে সখীপুরে
শনিবার (৮ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অর্থ দন্ডপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম কচুয়া বাজার সংলগ্ন সরকারি খাস জমিতে মাটি ফেলছিলো।
পরে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(১) ধারার অপরাধে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার