ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (১৩ মে) সংগঠনটি দাবি করে, গত ১৫ বছরে দেশে দুঃশাসনের সহযাত্রী হিসেবে এসব দল কাজ করেছে—তাদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
এ সময় সংগঠনের নেতারা বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুত বিচার সম্পন্ন করে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।”
তারা আরও দাবি করেন, ১৪ দল ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশেরও আহ্বান জানানো হয়।