টাঙ্গাইলের সখীপুর উপজেলার লাল মাটির কৃতি সন্তান নাজমুল হাসান রেজাকে কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
নাজমুল রেজা সখীপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন আহমেদের একমাত্র ছেলে। তিনি সখীপুর পিএম পাইলট মডেল স্কুল থেকে এসএসসি, সখীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অর্জন করে বর্তমানে এমবিএ-তে অধ্যয়নরত আছেন।
নাজমুল রেজা এর আগে জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নির্বাচিত সভাপতি এবং টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
তিনি ছাত্র আন্দোলনের নেতৃত্বেও সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০২৪ সালের ১৮ জুলাই কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণের সময় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আহত হন। ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদানের মাধ্যমে সরকারকে ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য করেন।
নাজমুল রেজা জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিযুক্ত হওয়ায় সখীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টি সভাপতি ও সদস্য সচিবরা আনন্দ প্রকাশ করেছেন। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সামাদ শিকদার বলেন, “জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি আমরা কৃতজ্ঞ। সখীপুরের কৃতি সন্তান এই দায়িত্ব পাওয়ায় আমরা গর্বিত।”
পৌর সদস্য সচিব মোঃ আলমগীর হোসাইন বলেন, “নাজমুল রেজা একজন পরিশ্রমী, মেধাবী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতা। তার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় পার্টির শক্ত অবস্থান নিশ্চিত হবে।”











