সখীপুরে পূর্ব শত্রুততার জের ধরে নারীকে মারধর ও উচ্ছেদ

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত পৌর কাউন্সিলর পদে নির্বাচনকে কেন্দ্র করে হাসিনা বেগম (৩৫) নামের এক নারীকে মারধর ও বসত বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ ওঠেছে।

শনিবার ভোরে পৌরসভার ২নং ওয়ার্ডের সরকারি মুজিব কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে গত ২৬ অক্টোবর মঙ্গলবার রাতে ওই নারীকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় যুবকরা।

পরে ৯৯৯ এ কল দিলে স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পূর্ব শত্রুতার জের ধরে একই ওয়ার্ডের সালাম সিকদারের নেতৃত্বে হামলা ও বসত ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেন হামলার শিকার হাসিনা বেগম ও তার পরিবার।

হামলায় গুরুতর আহত হাসিনা বেগম সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

অপরদিকে বসত ঘরের দরজায় তালা দেওয়ায় এক কাপড়ে প্রতিবেশীর বাড়িতে অবস্থান করছে হাসিনার বেগমের দুই সন্তান স্কুলছাত্রী ফারজানা আক্তার (১৪) এবং কিবরিয়া আহমেদ (১১)।

এ ব্যপারে হাসিনা বেগম জানান, হামলা ও ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনার পর থেকে দুই সন্তান নিয়ে নিরপত্তাহীনতায় ভুগছি ।

সন্তানরা নাবালক হওয়ায় কিছুটা সুস্থ্য হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে বলে তিনি জানান ।

এ ব্যাপারে সালাম সিকদারের সঙ্গে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, তাদেরকে ফাঁসাতে ওই মহিলা নিজের ঘরে নিজেই তালা ঝুলিয়ে দিয়েছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা – অলক কুমার