সখীপুর উপজেলার কচুয়া পুর্ব পাড়ায় বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে আগুনে পুড়ে গেছে সাকিম উদ্দিনের মুদি দোকান। স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৪টার দিকে আগুন দেখতে পেয়ে পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে গেলে তা নিয়ন্ত্রণে আসে না। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
দোকান মালিক সাকিম উদ্দিন জানান, তিনি দুইটি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। প্রতি সপ্তাহে চার হাজার টাকা কিস্তি দিতে হতো। দোকান পুড়ে যাওয়ায় তার সংসার চালানো এখন প্রায় অসম্ভব হয়ে গেছে। তার ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা। তিনি সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, এই দোকানের আয় দিয়েই সাকিম উদ্দিন তার পরিবার চলাতেন। দোকান পুড়ে যাওয়ায় পরিবারের হাতে আর কিছু নেই এবং তারা দিশেহারা হয়ে পড়েছেন।
সখীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা জানান, আমরা পৌঁছানোর আগে দোকানটি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকে।