টাঙ্গাইলের সখীপুরে ভাড়া বাসা থেকে শেখ ফারুকুজ্জামান (৭৪) নামের এক বীর মুক্তিযোদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌরসভার ময়থাপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শেখ ফারুকুজ্জামান বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। জীবদ্দশায় তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ব্যবসা করতেন। দেশের বাইরে ব্যবসায়িক প্রয়োজনে ঘুরেছেন বহুবার। ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন জায়গায় তার নিজস্ব ফ্ল্যাটও রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, তার এক ছেলে শেখ দুর্জয় জামান ও এক মেয়ে রয়েছে। ছেলে-মেয়ে দুজনেই এখন প্রতিষ্ঠিত এবং বাবার টাকায় কেনা বাসায় আরাম আয়েশে বসবাস করছেন।
বয়সের ভারে নুয়ে পড়া শেখ ফারুকুজ্জামান একসময় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর একাকী হয়ে পড়েন। স্ত্রীর মৃত্যুর পর নতুন করে বিয়ের সিদ্ধান্ত নিলে ছেলে-মেয়েরা তার প্রতি বিরূপ হয়ে ওঠেন। একপর্যায়ে সবকিছু ফেলে মাস দুয়েক আগে তিনি সখীপুরে এসে পৌরসভার ময়থাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় একাই থাকছিলেন।
জানা গেছে, হার্টে চারটি রিং পরানো এ বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধার একমাত্র সঙ্গী ছিলেন তার চিকিৎসক ছোট বোন। প্রতিদিন ভাইবোনের ফোনে কথা হতো। গত দুই দিন ধরে ফোনে যোগাযোগ না পেয়ে ছোট বোন বিষয়টি তার ছেলে-মেয়েকে জানান।
পরে সোমবার ছেলে শেখ দুর্জয় জামান সখীপুরে এসে বাবার ভাড়া বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে রান্নাঘরে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি দ্রুত স্থানীয়দের সহায়তায় পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন।
স্থানীয় প্রশাসন মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছে।