সখীপুরে সরকারি জমি নিয়ে বিরোধ, অন্ডকোষ গলিয়ে যুবককে হত্যা

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বিরোধপূর্ণ সরকারি খাস জমিতে ঘর তোলা নিয়ে প্রতিবেশির সাথে ঝগড়া করে রুবেল আহমেদ (৩৬) নামের এক যুবককে অন্ডকোষ গলিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে বিরোধপূর্ণ জমিতে রুবেলকে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানায়।

এ ঘটনায় ওই যুবকের ছোট ভাই রাসেল আহমেদ বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেলদের সাথে বন বিভাগের একটি জায়গা নিয়ে তাদের প্রতিবেশীদের বিরোধ দীর্ঘ দিনের।

সেই বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যায় প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ তাদের আত্মীয় স্বজনের ১৫/২০ জনের একটি দল।

এ সময় স্থানীয় বন বিভাগ তা বন্ধ করে দেয়।

বন বিভাগের সাথে রুবেলের সংযোগ আছে; এরকম ধারনা করে শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে একা পেয়ে তাকে আক্রমন করে।

এসময় রুবেলের চিৎকারে তার পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছোটভাই রাসেল আহমেদ বলেন, জমি-জমার জের ধরে আমার ছোট ভাই রুরেলের অন্ডকোষে চাপ দিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ওই এলাকার মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহ, আফরোজা, ফজিলা, লিপি, লিমাসহ ১৫/২০ জনকে আসামী করে একটি মামলা দেয়ার প্রস্তুতি চলছে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.সাইদুল হক ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

লাশের ময়না তদন্তের জন্য শনিবার টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সম্পাদনা – অলক কুমার