টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্বামীর ধারালো ছুরির আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (৩ আগষ্ট) বেলা ১০টার দিকে উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের জেলখানা মোড়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে ও পুলিশ সূত্রে জানা যায়,স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ ছিল। রবিবার দিন সকালে ভাড়া বাসায় নিহতের স্বামী মেহেদীর সাথে তুচ্ছ ঘটনাকে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে পিঠে গুরুত্বর জখম করে। এসময় নিহতের ছেলের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত কাকলী আক্তার(৩৫) দুই সন্তানের জননী। এ ঘটনা পর থেকে অভিযুক্ত স্বামী মেহেদী পলাতক রয়েছে।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো আবুল কালাম ভূইয়া বলেন,খবর শুনে ঘটনাস্থলে যাই।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এদিকে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।