সখিপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল সদর থানার আব্দুর রাজ্জাক (৩৬) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাছেদ (৩২)–কে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাগভের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বাছেদসহ অন্য আসামিদের সঙ্গে নিহতের পরিবারের দীর্ঘদিন ধরে ব্যবসা ও আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জেরে বাদী আমির হোসেন (৪৮) ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ঘটনার দিন গত ৩ নভেম্বর রাতে, আমির হোসেন তাঁর ভাই আব্দুর রাজ্জাক ও ভাতিজা নাজমুল (১৯)–কে সঙ্গে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। টাঙ্গাইল সদর থানাধীন হাতিলা এলাকায় পৌঁছালে বাছেদসহ এজাহারভুক্ত আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে আব্দুর রাজ্জাক ও নাজমুল গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই আমির হোসেন বাদী হয়ে ৪ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকেই র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে সখীপুর উপজেলার বাগভের এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি বাছেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।











