সন্ত্রাসী হামলায় আহত শ্রমিক লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রেজাউলের মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছে।

গত রোববার সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা হয়েছে।

রেজাউল শহরের দেওলার আজাদ আলমগীরের ছেলে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে; তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

গত রোববার রাত নয়টার দিকে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।

সন্ত্রাসীরা রেজাউলের হাত, পা, মেরুদন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আহত রেজাউলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; সেখানে রোববার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

রেজাউলের খালাতো ভাই জুয়েল রানা বলেন, রাতে লাশ টাঙ্গাইলে আনা হবে। বৃহস্পতিবার দাফন ও আইনগত ব্যবস্থায় যাবেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা করেনি; তবে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে রেজাউলের উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকেলে শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগের উদ্যোগে টাঙ্গাইল শহীদ মিনারে সমাবেশ করা হয়।

সেখানে বক্তারা এ হামলার জন্য ঘাটাইলের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার সহযোগীদের অভিযুক্ত করেন।  সম্পাদনা – অলক কুমার