ডেস্ক নিউজ : দেশের শীর্ষ তিনটি মোবাইল অপারেটরের গ্রাহকেরা সেবা পেতে কিছুটা সমস্যা মুখে পড়তে পারেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, তরঙ্গ পুনর্বিন্যাসের কারণে এ সমস্যাটি হতে পারে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, প্রথম ধাপে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে।
বিটিআরসি নিলামের মাধ্যমে ৮ মার্চ গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেয়।
বিটিআরসি জানায়, আগে বরাদ্দ করা তরঙ্গের সঙ্গে নতুন করে দেওয়া তরঙ্গ একত্রীকরণ করতে গিয়ে তরঙ্গ পুনর্বিন্যাস করা হয়েছে।
এ কারণে সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা আছে। এজন্য বিটিআরসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সম্পাদনা – অলক কুমার