সরকারী নির্দেশনা অমান্য করে পরীক্ষা, অংশগ্রহণ না করলে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা গ্রহণ

শিক্ষা প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য সপ্তাহে শুক্রবার ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে শিক্ষা মন্ত্রনালয়।

তবে সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা নিচ্ছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী আদর্শ কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা বলছে পরীক্ষা না দিলে সাবজেক্ট প্রতি জরিমানা দিতে হবে ৫শত টাকা।

তাই বাধ্য হয়ে পরীক্ষা দিতে এসেছেন তারা।

আরো পড়ুন – মাভাবিপ্রবি রেজিস্টারের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

আর অধ্যক্ষ বলছে সামনে এসএসসি পরীক্ষা তাই বন্ধের দিন পরীক্ষা নেওয়া হচ্ছে। ব্যবস্থা নেয়ার কথা বলছে শিক্ষা অফিস।

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য দেশে সপ্তাহে দুইদিন শুক্রবার ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য গত ২২ শে আগস্ট নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।

সেই নির্দেশনা অমান্য করে গতকাল শনিবার টাঙ্গাইল শহরের সন্তোষে মাওলানা ভাসানী আদর্শ কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন – সখীপুরে সাংসদের মেয়ের জামাইয়ের অন্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ায় মুক্তিযোদ্ধা পরিবার একঘরে

নাম প্রকাশ না করার সর্তে শিক্ষার্থীরা জানান, গত ব্যহস্পতিবার কলেজের শিক্ষকরা জানিয়ে দিয়েছেন শনিবার বন্ধের দিনেও পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষা না দিলে ৫শ টাকা জরিমানা দিতে হবে। তাই বাধ্য হয়ে তারা পরীক্ষা দিতে এসেছে বলে জানান।

সরকারী নির্দেশনা অমান্য করে পরীক্ষা নেয়া ও জরিমানার নিয়ম করায় কর্তপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী শিক্ষার্থীদের।

মাওলানা ভাসানী আদর্শ কলেজের প্রিন্সিপাল দেলোয়ার হোসেন জানান, সরকারী নির্দেশনার আগে আমাদের কলেজে পরীক্ষার জন্য ছাত্রদের রুটিং দেয়া হয়েছে।

পরীক্ষা শেষ হবে ১৪ তারিখে। এদিকে ১৫ তারিখ থেকে এই কলেজে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই কলেজের পরীক্ষা পেছানো সম্ভব হয়নি।

আরো পড়ুন – শিহাব হত্যা মামলা : সিআইডিতে স্থানান্তরের ৪০ দিন পর নথি হস্তান্তর

বন্ধের দিনে পরীক্ষা নেয়া হচ্ছে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে দেলোয়ার হোসেন জানান, কর্তপক্ষকে বিষয়টি জানানো হয়নি।

কর্তৃপক্ষের বক্তব্য –

এবিষয়ে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার অফিসার লায়লা খানম জানান, ওই কলেজের সভাপতি জেলা প্রশাসক। তাই বিষয়টি নিয়ে তার সাথে কথা বলেন।

তাছাড়াও বিষয়টি তিনি দেখবেন বলেও জানান।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, আমি সখীপুরে একটি খেলার অনুষ্ঠানে আছি, আমি এই বিষয়ে এখন কথা বলতে পারছি না।

পরে কালকে অফিস সময়ে ফোন দিয়েন। সম্পাদনা – অলক কুমার