ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে যুবদল নেতা মো. জাকির হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই অর্থদণ্ড অনাদায়ে ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ জরিমানা করা হয়। জাকির হোসেন উপজেলার শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।
ভ্রাম্যামাণ আদালত তাকে জরিমানা করার পর টাকা দিয়ে ছাড়া পান তিনি।
জানা গেছে, উপজেলার শাহবাজপুর এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন জাকির হোসেন নামে ওই যুবদল নেতা। খবর পেয়ে সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।