আজ সাংবাদিক এহসানুল হক শাহীনের ৪র্থ মৃত্যু বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আজ ৩০ নভেম্বর। সাংবাদিক ও মানবাধিকার কর্মী এহসানুল হক খান শাহীনের ৪র্থ মৃত্যুবার্ষিকী।

দিনটি উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শাহীনের স্মৃতিচারন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভপতি খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, সহ-সভাপতি কামরুজ্জামান খান, কবি মাহমুদ কামাল প্রমুখ।

এসময় শাহীনের পরিবারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আকুর টাকুর পাড়া মৌলভীবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মো. মাহবুবুর রহমান খান দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য, ২০১৬ বছর আগে এই দিনে ৪৫ বছর বয়সী এহসানুল হক খান শাহীন মারা যান। তাঁর স্মৃতি ধরে রেখেছেন সাংবাদিক অঙ্গন।

তাঁকে স্মরনীয় করে রাখতে টাঙ্গাইল প্রেস ক্লাব তৈরি করেছে শাহীন স্মৃতি পাঠাগার।

সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহীন মৃত্যু পূর্ব মুহুর্ত পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক আমাদের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যও ছিলেন।

এপেনটিসাইটিসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ৩০নভেম্বর সকালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান,বৃদ্ধা মা,ভাইবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।