সাংসদ, মেয়রের উপস্থিতিতে সখীপুরে মাতৃভাষা দিবসে হিন্দিগান বাজিয়ে নৃত্য!

অলক কুমার : টাঙ্গাইলের সখীপুরে দূর্গাপুর মাঠে স্থানীয় সাংসদকে গণসংবর্ধনা ও সা,ব,দ প্রিমিয়ার ক্রিকেট লীগ উপলক্ষে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে নৃত্য পরিবেশন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারীতে দেশাত্মবোধক গান না বাজিয়ে বিদেশি গান বাজানোয় সমালোচনার ঝড় বইছে পুরো সখীপুরে।

সোমবার (২১ ফেব্রুয়ারী) কাকঁড়াজান ইউনিয়নের দূর্গাপুর মাঠে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে মঞ্চে হিন্দি গানের তালে তালে নাচ শুরু করে এক তরুণী।

মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ২১ ফেব্রুয়ারী সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা মঞ্চের সামনে হিন্দি গানের তালে তালে নৃত্য পরিবেশন করছে এক তরুণী।

এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন অনুষ্ঠানে আসা অনেকে।

অনুষ্ঠানে সংবর্ধীয় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) এর সংসদ সদস্য এ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের); বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতি সহ-সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন ডিপজল; সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর; প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজিস্টের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোয়াজ্জেম সরকার।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কাকঁড়াজান ইউনিয়ন এর চেয়ারম্যান মো. দুলাল হোসেন।

সভাপতিত্ব করেন কাকঁড়াজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম রাজু।

এই বিষয়ে কাকঁড়াজান ইউনিয়ন এর চেয়ারম্যান মো. দুলাল হোসেন প্রথমে কিছু বলতে চাননি।

পরে বলেন, কত বড় বড় বিষয় আছে সেগুলো নিয়ে কাজ করেন, এই সামান্য বিষয় নিয়ে লেখালেখি করার দরকার নাই।

এ ঘটনায় কাঁকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মিয়া (খালেক মাষ্টার) তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

তিনি অকপটে স্বীকার করে বলেন যে, আমি শুনেছি সাংসদ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। কিন্তু যেহেতু অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয় নাই; তাই আমি যাই নাই।