ভারতের জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’-তে আর দেখা যাবে না সেই চেনা মুখ এসিপি প্রদ্যুমনকে। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর চরিত্রটির পর্দা থেকে চিরতরে বিদায় নিচ্ছেন অভিনেতা শিবাজি সত্যম।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, খুব শিগগিরই সিরিজে একটি বড় মোড় আসছে—একটি বোমা বিস্ফোরণে এসিপি প্রদ্যুমনের মৃত্যু দেখানো হবে, আর সেখানেই শেষ হবে তার যাত্রা। ইতোমধ্যে সেই পর্বের শুটিংও শেষ হয়েছে।
শনিবার রাতে সনি টিভি তাদের একটি পোস্টে লেখে, ‘একটি যুগের অবসান। এসিপি প্রদ্যুমন (১৯৯৮–২০২৫)। এসিপি প্রদ্যুমনের স্মৃতিতে… একটি অপূরণীয় ক্ষতি।’ সঙ্গে হ্যাশট্যাগ ছিল—#RIPACP।
পোস্টটি সামনে আসার পর অনেকেই ভেবেছিলেন, অভিনেতা শিবাজি সত্যম হয়তো সত্যিই মারা গেছেন। পরে অবশ্য জানা যায়, এটি শুধু নাট্যজগত থেকে তার বিদায়ের ঘোষণা। কিন্তু ভক্তদের কষ্ট কিছুতেই কমছে না।
একজন ভক্ত মন্তব্য করেন, ‘এটা শুধু এসিপি প্রদ্যুমনের মৃত্যু নয়, এটা সিআইডি নাটক এবং সনি টিভিরও মৃত্যু। আপনারা একটা চরিত্র নয়, একটা ইতিহাসকে শেষ করে দিলেন।’
সিআইডি শুরুর পর থেকে এসিপি প্রদ্যুমনের “দয়া, দরজাটা ভেঙে ফেলো!” কিংবা “কিছু তো গড়বড় আছে দয়া!”—এই সংলাপগুলো আজও স্মরণে। এমন চরিত্রের বিদায় ভক্তদের মনে গভীর শূন্যতা রেখে গেল।