বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
গত ১৭ মে (শনিবার), ওয়েনওয়ার্থভিলের রেডগাম ফাংশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার (বিএসপিসি)-এর আয়োজনে এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনা হয় বিএসপিসি বাংলা স্কুলের শিক্ষার্থীদের আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। এরপর গীতি-আলেখ্য এবং গানের মাধ্যমে উপস্থাপিত হয় বাংলা সাহিত্যের সৌন্দর্য ও সংস্কৃতির বৈচিত্র্য।
প্রধান আকর্ষণ ছিল দুটি নাটক: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’ (পরিচালনায় শ্রেয়সী দাস ও প্রঞ্জা কর্মকার) এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শাস্তি’ (পরিচালনায় সৌমিক দাস)। নাট্যাংশ দু’টি দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
সাংস্কৃতিক সন্ধ্যার বিশেষ অতিথি শিল্পী অমিয়া মতিন নজরুলগীতি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
প্রায় সাড়ে তিন ঘণ্টার এ আয়োজনে সমাপ্তি ঘোষণা করেন বিএসপিসির সভাপতি অশোক রায় ও সাধারণ সম্পাদক তপস কুমার দে। তারা সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।