সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ভাসমান দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে হাওরের উত্তর শ্রীপুর ইউনিয়নের পুরানগাঁও বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৬ আগস্ট) সকালে ভুক্তভোগী কেবল দাশ তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকা থেকে বাড়ি ফেরার সময় দেশীয় অস্ত্রে সজ্জিত একটি ডাকাতদল তার নৌকা আটকায়।
ডাকাতরা কেবল দাশকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং দা দেখিয়ে নৌকার মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এছাড়াও তার মোবাইল ফোন থেকে বিকাশ অ্যাকাউন্টে থাকা ৩,৭০০ টাকা জোরপূর্বক উত্তোলন করা হয়। কেবল দাশ জানান, তার ভাসমান দোকানে প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকার মালামাল ছিল, এছাড়া সারাদিনে বিক্রি করা পণ্যের ৮০ হাজার টাকাও ডাকাতরা ছিনিয়ে নিয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ১ জনকে সনাক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, “আমি সদ্য দায়িত্ব নিয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।”