সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মালাইগাঁও সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদুল আজহাকে সামনে রেখে চোরাচালানকারীরা এই বিপুল শাড়ির চালান শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে আনছিল বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে চিনাউড়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৩৩০টি ভারতীয় শাড়ি জব্দ করেন। এসব শাড়ির বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৩৫ হাজার টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া মোস্তফা বলেন, “ঈদ সামনে রেখে সীমান্তে চোরাচালানের প্রবণতা বাড়তে পারে—এমন আশঙ্কায় আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। বিজিবি সব ধরনের চোরাচালান রুখতে প্রস্তুত রয়েছে।”
তিনি আরও জানান, জব্দকৃত শাড়িগুলো শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।