সৌদি আরবে যেসব দেশের নাগরিকরা ভিজিট ভিসায় এসে মেয়াদোত্তীর্ণ অবস্থায় আছেন, তাদের জন্য দেশে ফেরার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে আগামী ৩০ দিন পর্যন্ত এই বর্ধিত সময়সীমা কার্যকর থাকবে।
জাওয়াজাত জানায়, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের চূড়ান্ত প্রস্থান প্রক্রিয়াকে সহজতর করা এবং অবৈধভাবে সৌদিতে অবস্থান রোধ করা।
এর আগে, ২৬ জুন ২০২৫ থেকে শুরু হওয়া প্রথম ধাপের এক মাস মেয়াদি সুযোগ শেষ হওয়ার পর, এটি দ্বিতীয় ধাপে আবার এক মাসের জন্য বৃদ্ধি করা হলো।
ভিজিট ভিসাধারীদের জন্য করণীয়:
আবশির’ প্ল্যাটফর্মে ‘তাওয়াসুল’ সার্ভিস ব্যবহার করে আবেদন করতে হবে।
নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে হবে।
সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, অবৈধ উপায়ে বসবাস না করে এই সুযোগ কাজে লাগিয়ে নিয়ম মেনে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য।