সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক কোম্পানি নেসলে বাংলাদেশ পিএলসি দেশে বাজারজাত করলো শিশুদের জন্য বিশেষভাবে তৈরি দুধজাত পণ্য ‘নিডো ৫+’। গত ১২ মে এক জমকালো আয়োজনে পণ্যের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংলি।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত রেংলি বলেন, “সুইজারল্যান্ড গর্বিত যে নেসলের মতো বিশ্বখ্যাত কোম্পানি আমাদের দেশে উৎপত্তি হয়েছে। এই প্রতিষ্ঠান বাংলাদেশে শুধু বিনিয়োগই করছে না, বরং মানসম্মত পণ্য ও কর্মসংস্থানেও অবদান রাখছে।”
নেসলে জানিয়েছে, নিডো ৫+ হলো বিশ্বের এক নম্বর মিল্ক ব্র্যান্ড নিডোর অংশ, যার রয়েছে ৮০ বছরেরও বেশি পুষ্টি বিষয়ক অভিজ্ঞতা। নতুন এই ফর্মুলায় রয়েছে ২০টি ভিটামিন ও খনিজ, যা শিশুদের মানসিক বিকাশ, দৃষ্টি ও শক্তি বৃদ্ধিতে সহায়ক।
নেসলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ের পুষ্টি ঘাটতির বিষয় মাথায় রেখেই এই পণ্যটি তৈরি করা হয়েছে, যা বিশেষ করে ৫ বছর ও তার বেশি বয়সী স্কুলগামী শিশুদের জন্য উপযোগী।