নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহণ আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে “নিরাপদ সড়ক চাই” (নিসচা) টাঙ্গাইল জেলা কমিটি।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নিসচা।
‘পথ যেন শান্তির, মৃত্যুর নয়’ এ স্লোগানে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র জন্ম ১৯৯৩ সালের ২২ অক্টোবর।
নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ২২ অক্টোবরকে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” ঘোষনার দাবি জানান।
এরপর ২০১৭ সাল থেকে প্রতিবছর ২২ অক্টোবর রাষ্ট্রীয় ভাবে জাতীয় নিরাপদ দিবস পালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ আলম বাচ্চু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হেল ঝান্ডা চাকলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রকাশনা সম্পাদক ড. ফারহানা ইয়াসমিন, সাপ্তাহিক কালের স্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি শামসুজ্জামান, এডভোকেট আল জহির প্রমুখ।